1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস বাইডেনের

  • সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় (নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায়) জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে ঐতিহাসিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বিশেষ পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারকে ‘পূর্ণ সমর্থন’ জানানোর পাশাপাশি দেশের উন্নয়ন এবং যেকোনো সাহায্যে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান।
তিনি জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে বর্তমান সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র সরকারের উচিৎ তাদেরকে (শিক্ষার্থীদের) পূর্ণ সহযোগিতা করা।
বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।
এর আগে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com