আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে ডিজিটাল সেবা প্রদান করবে বাংলালিংক
সময়
রবিবার, ৬ নভেম্বর, ২০২২
৫৫৫
বার দেখা হয়েছে
বাংলালিংক ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৫তম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালের টেলিকমিউনিকেশন পার্টনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটির আওতায় বাংলালিংক এই আয়োজনের অতিথিদেরকে সংযোগ ও ডিজিটাল সেবা দেবে।
বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ডিরেক্টর (ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ইঞ্জি. মোহাম্মদ এনামুল কবির আগারগাঁওয়ের আইসিটি ভবনের বিসিসি অডিটরিয়ামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফি আহমেদ, বাংলালিংক-এর গভর্নমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশন ডিরেক্টর মেহনাজ কবির ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রনজিৎ কুমার ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন বলেন, “বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা বাংলালিংক-এর দ্রুততম নেটওয়ার্ক ও মানসম্পন্ন ডিজিটাল সেবা দিয়ে একটি বড় আয়োজনের সহযোগী হতে পারছি। এই সেবা আয়োজক এবং অংশগ্রহণকারীদের যোগাযোগের চাহিদা পূরণেও সহযোগিতা করবে বলে আমরা মনে করি।”
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ডিরেক্টর (ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ইঞ্জি. মোহাম্মদ এনামুল কবির বলেন, “এই উদ্যোগে বাংলালিংক-কে টেলিকম পার্টনার হিসেবে আমাদের সঙ্গে পাওয়া একটি আনন্দের ব্যাপার। আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের মতো ইভেন্ট পরিচালনার জন্য আমাদের উন্নত মানের যোগাযোগের সুবিধা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, দ্রুততম মোবাইল নেটওয়ার্ক ও মানসম্পন্ন ডিজিটাল সেবা দিয়ে বাংলালিংক এই ধরনের সহযোগিতা প্রদানের জন্য উপযোগী।”
দেশের প্রযুক্তিগত উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।