বন্ধু মানে- No THANKS NO SORRY
বন্ধু মানে -FUN IS VERY VERY
বন্ধু মানে আমি আছি তো
DONT WORRY
কোনো ব্যক্তির বন্ধুদের স্বভাব-চরিত্র
কেমন তা জানতে পারলে
জানা হয়ে যায় সেই ব্যক্তি কেমন তা।
শুধু কথার কথা নয়,
রীতিমত বৈজ্ঞানিক গবেষণায়
প্রমাণিত এই ধারণার সত্যতা!
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার
গবেষক ক্যারোলিন পার্কিন্সনের নেতৃত্বে
গবেষকদের একটি দল
৪২ জন শিক্ষার্থীর ওপর
একটি পরীক্ষা চালান।
প্রত্যেককেই একটি সিনেমা দেখতে দেয়া হয়
এবং দেখার পরে কার মধ্যে কেমন
অনুভুতির উদ্রেক হয়েছে তা
পরীক্ষা করতে তাদের মস্তিষ্ক স্ক্যান করা হয়।
ব্রেন ম্যাপিংয়ে দেখা গেল,
শিক্ষার্থীদের মধ্যে যারা পরস্পর বন্ধু
তাদের ব্রেন ওয়েভের দৈর্ঘ্য
আশ্চর্যজনকভাবে মিলে গেছে!
এর কারণ হলো, সহজাতভাবেই আমরা
এমন মানুষকেই বন্ধু হিসেবে গ্রহণ করি
যার সাথে আমাদের মনের মিল আছে।
বন্ধুত্ব যে কেবল আমাদের চিন্তা-চেতনা বা মন-মানসিকতায় ছাপ ফেলে তা নয়; এটি প্রভাবিত করতে পারে আমাদের লাইফস্টাইল, এমনকি স্বাস্থ্যকেও।
ম্যাসাচুসেটসের একটি শহর ফ্রামিংহ্যামে ১৯৪০-এর দশকের শেষ থেকে পরবর্তী তিন প্রজন্মের বাসিন্দাদের ওপরে হৃদরোগ বিষয়ে একটি গবেষণায় চালানো হয়, যেখানে গুরুত্ব দেয়া হয় সামাজিক যোগাযোগের দক্ষতার ওপরে।
দেখা গেল, একজন ব্যক্তির স্থূল হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি তার ঘনিষ্ঠ পরিমণ্ডলের কেউ স্থূলকায় হন।
সুতরাং বুঝতেই পারছেন, কাউকে বন্ধু হিসেবে গ্রহণের ক্ষেত্রে সে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন এবং সঠিক জীবনাচার অনুসরণ করে কিনা তা যাচাই করা কতখানি গুরুত্বপূর্ণ