ধর্ম ও বিজ্ঞান অনুসারে সৃষ্টির শুরুতে, বস্তু ও প্রাণের গভীরে এবং সৃষ্টির শেষে- সর্বত্র রয়েছে শব্দ।
শব্দ শুধু বাস্তবতার বিবরণ দেয় না, বাস্তবতা সৃষ্টিও করে। প্রত্যয়নকে বিজ্ঞানীরা বলেছেন, ‘ব্যক্তি ইমেজ পরিবর্তনের প্রত্যক্ষ ও নিয়ন্ত্রিত পদ্ধতি।’ বার বার প্রত্যয়ন আপনার নিয়ত ও লক্ষ্যকে দেবে সুদৃঢ় ভিত্তি।
তাই যখনই সময় পান বার বার শুনুন এ প্রত্যয়ন অডিওটি। নিজের পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন।