আলফাডাঙ্গার বানা ইউনিয়নের হাসানের রাষ্ট্রপতি সেবা পদক অর্জন। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের হাসান এর বীরত্বপূর্ণ কাজের জন্য ” রাষ্ট্রপতি সেবা পদক ” পুরস্কার অর্জন ৫ নং বানা ইউনিয়নের রুদ্রবানার গ্রামবাসীর জন্য গর্বের ।‌ এ রকম পুরস্কার প্রাপ্তি এলাকার আপামর জনগণের নিকট তার সুনাম বৃদ্ধি করেছে তার এ অর্জন এলাকাবাসীকে উজ্জ্বীবিত করেছে ও প্রেরণা জুগিয়েছে। তার এই অর্জন এলাকাবাসীর মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে ।এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছে ।