ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যুব সমাজের উদ্যোগে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যার্ত ৫০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন আলফাডাঙ্গা উপজেলার কৃতি সন্তান মরিশাস প্রবাসী জনাব আকাশ মিয়া। ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী-আজমুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী- হৃদয় আশিক, টেক্সটাইল অডিটর-আরমানুল ইসলাম ইমন, এছাড়ও বেশ কিছু স্বেচ্ছাসেবী। নোয়াখালী ছাড়াও লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করেন তারা ।
ত্রাণ হাতে নোয়াখালীর এক বাসিন্দা আহছান উল্যাহ বলেন, বন্যার পানিতে ১১ দিন ধরে ঘরবন্দী। চুলা পানির নিচে। পাশের স্কুলঘরে গিয়ে খাই। সরকারি সাহায্য পাইনি। এই অঞ্চলে খুব একটা বন্যা হয় না। হঠাৎ বন্যার কারণে মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন তারা । অনেকেই এক বেলা খেয়ে, অন্য বেলা না খেয়ে জীবন যাপন করছেন।’
লক্ষ্মীপুরের এক বাসিন্দা ত্রাণ পেয়ে (জাকির হোসেন) জানালেন, কয়েক দিন ধরে বাড়ি ও বাড়ির চারপাশে পানি আর পানি। কাজ না থাকায় আয়রোজগারও বন্ধ। এমন অবস্থায় ছেলেমেয়েদের নিয়ে কষ্টে দিন যাচ্ছে। ত্রাণ পেয়ে পরিবারের সবাই খুশি।
হাজার হাজার পরিবার ৮ থেকে ১০ দিন ধরে মানবেতর জীবন যাপন করছে। অনেকে এসে ত্রাণ দিলেও সবাই তা পাচ্ছেন না। কারণ, বন্যার কারণে রাস্তাঘাট অচল হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।