আলফাডাঙ্গা প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের ২য় পর্যায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার।
রবিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর ঘরের দলিল ও ঘরের চাবি গৃহ ও ভূমিহীন দের মাঝে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে সারাদেশে একযোগে ৫৩ হাজার ৩৪০টি গৃহ প্রদান কাজের এই কর্মসূচির উদ্বোধন করেন।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, পৌর মেয়র সাইফুর রহমান সহ অনেকে।
