আসন্ন ৩ নং আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে চেয়ারম্যান ক্যান্ডিডেড প্রার্থীরা। ধারণা করা হচ্ছে এ বছর ইউনিয়নে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী খুব জোরেশোরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বাড়িতে বাড়িতে ভোট চাওয়ার পাশাপাশি ব্যানার, ফেস্টুন, হোন্ডা শো-ডাউন সহ বিভিন্নভাবে তারা ভোটারদের আকৃষ্ট করছেন। পিছিয়ে নেই ওয়ার্ড মেম্বার ক্যান্ডিডেডদের প্রচার প্রচারণাও। তারাও বিভিন্নভাবে ভোটারদের সাথে যোগাযোগ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিভিন্নভাবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।যাদের মধ্যে ৩নং আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শিক্ষিত তরুন মোঃ সাহিদুল ইসলাম অন্যতম। সাহিদুলকে ইসলাম নিয়ে জোর প্রচারনা চালাচ্ছেন তার সমার্থকেরা।
ভোটারদের কাছে ভোট চাওয়া ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে সাহিদুল ইসলামের পক্ষে প্রচার প্রচারনা চালাচ্ছে্ন তারা। ফেসবুকে তার সমর্থকরা তাকে নানাভাবে উৎসাহ দিচ্ছে ভোটারদের কাছে ভোট চাওয়া সহ ফেসবুকেও তারা জোর প্রচারণা চালাচ্ছে।
সাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নির্বাচনে জয়ী হলে ইউনিয়ন অফিসে সাধারণ মানুষের অতীব প্রয়োজনী (জন্মনিবন্ধন, ভোটার আইডি,রেশন কার্ড,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা ) সেবা নিশ্চিতকরনে যথাযথ পদক্ষেপ নিব। ২০১৫ সালে বিএ পাশ করার পর জাটিগ্রাম স্কুল রোডে অভি কসমেটিক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন । ব্যবসায়ের পাশিপাশি নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে তিনি যুক্ত রয়েছেন।
তিনি আরো বলেন আমি জয়ী হলে ৭ নং ওয়ার্ডে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষার মানোন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো। ওয়ার্ডের সম্মানিত মুরব্বি ও যুবসমাজকে সঙ্গে নিয়ে সমাজের মানবহিতৈষী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো এবং তরুনদেরকে মাদক ও মোবাইল গেম (পাবজি,ফ্রি ফায়ার) থেকে ফিরিয়ে লেখাপড়া ও খেলাধুলামুখী করবো। ধর্মীয় অনুশাসনের ব্যাপারেও সমান গুরুত্ব দিব।