সাভারের আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
মঙ্গলবার সকালে জিরাবো এলাকার মাসকট নামের একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, টানা শ্রমিক আন্দোলনের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা মাসকট কারখানা এখনো বন্ধ রাখা হয়েছে। সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে ওই কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়। একপর্যায়ে তারা রেডিয়েন্স ও সাউদার্ন গার্মেন্টসে হামলা চালায়। এ সময় রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে এলে মাসকট গ্রুপের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রোকেয়া বেগম নামের ওই শ্রমিক মারা যান।
আশুলিয়া শিল্প পুলিশ ১-এর এসপি সারোয়ার আলম জানান, সকাল ১০টার দিকে মাসকট কারখানার শ্রমিকরা পাশের কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বের হয়ে এলে তাদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহতের লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এছাড়াও ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।