ইউক্রেন জানিয়েছে, সোমবার সকালে রাশিয়া থেকে ইউক্রেনের ভেতর ৫০টিরও বেশি ক্রুজ মিসাইল ছুড়েছে রুশ সেনারা। এসব হামলার কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকট দেখা দিয়েছে।
এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে বলেছে, ৩১ অক্টোবর সকাল ৭টা থেকে রাশিয়ার দখলদাররা ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে। রাশিয়া থেকে ৫০ X-১০১ X-৫৫৫ ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে।
এদিকে ইউক্রেন যখন খারকিভ ও খেরসনের দিকে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের নিজস্ব অঞ্চল পুনর্দখল করছে ঠিক তখনই যুদ্ধের সম্মুখভাগে হামলা চালানো বাদ দিয়ে রাজধানী কিয়েভের দিকে হামলা চালানো শুরু করেছে রুশ সেনারা। তারা সাধারণ মানুষ বা কোনো সামরিক স্থাপনার ওপর হামলা চালাচ্ছে না। এর বদলে বেঁছে নিয়েছে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো। তাছাড়া পানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এতে করে রাজধানী কিয়েভের বেশিরভাগ অংশ পানির অভাবে পড়েছে।