1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর

  • সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৪৪তম (অধিবর্ষে ৩৪৫তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮৬৮ : বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। সেগুলো লাল ও সবুজ গ্যাস বাতি ছিল।
১৮৮৪ : মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।
১৮৯৮ : কিউবা স্পেন থেকে স্বাধীনতা লাভ করে।
১৯০১ : আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
১৯০৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান।
১৯৪৮ : জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।

জন্ম
১৮১৫ : অ্যাডা লাভলেস, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।
১৮২১ : নিকোলাই নেক্রাসভ, রাশিয়ান কবি ও সমালোচক।
১৮৩০ : এমিলি ডিকেনসন, বিখ্যাত মার্কিন কবি।
১৮৭০ : স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।
১৮৮৮ : প্রফুল্ল চাকী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।
১৯২৫ : সমর দাস, প্রখ্যাত বাঙালি সংগীত পরিচালক।
১৯৩৪ : হাওয়ার্ড মার্টিন টেমিন, নোবেলবিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

মৃত্যু
১৮৯৬ : সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।
১৯৩৬ : নোবেলজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার লুইগি পিরান্ডেলো।
১৯৫৩ : ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক আবদুল্লাহ ইউসুফ আলী। আল কোরআনের ইংরেজি অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী মুসলিম ব্যক্তিত্ব।
১৯৭১ : বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
১৯৯৫ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপ।
১৯৯৮ : বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী কিরণময় সেন।
২০১০ : নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক জন বেনেট ফেন।
২০১২ : বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস
আজ ১০ ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর এ দিবস পালিত হয়। ২০২৪ সালে এ দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে Our Rights, Our Future, Right Now.

বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্যে সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্যে সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।

দিবসটিতে বিশ্বব্যাপী লেখালেখি, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এ দিবসটি পালিত হয়।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com