1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ১১ অক্টোবর

  • সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪৬ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৮৪ তম (অধিবর্ষে ২৮৫ তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯৭৮ : জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদ বিরোধী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

জন্ম
১৮৭৭ : চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।
১৮৮৪ : ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াস, নোবেলবিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।
১৮৮৫ : ফ্রাসোয়া মাউরিয়াক, নোবেলজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯২১ : নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।

মৃত্যু
১৯৩৮ : বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু।
১৯৯১ : বাংলাদেশি সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী।
১৯৯৬ : নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ উইলিয়াম ভিকরি।
২০০৭ : বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ, চিন্ময় কুমার ঘোষ ( শ্রী চিন্ময় ) নামে পরিচিত।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ‘কারণ আমি একজন মেয়ে’ (Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসের সূচনা ঘটে। ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। ২০২৪ সালে এ দিবসের থিম নির্ধারিত হয়েছে ‘Girls’ vision for the future’.

উল্লেখ্য, কন্যা দিবস সংক্রান্ত তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয় প্রায় একই রকম তিনটি দিবস থাকার ফলে। কন্যা দিবস (ডটার্স ডে) সেপ্টেম্বরের শেষ রবিবার অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যাশিশু দিবস (গার্ল চাইল্ড ডে), যার জন্যে নির্ধারিত তারিখ ৩০ সেপ্টেম্বর। এ দিনটি জাতীয়ভাবে বাংলাদেশে পালন করা হয়। আর আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস ১১ অক্টোবর যেটি জাতিসংঘভুক্ত দেশগুলো পালন করে।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com