1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ১৬ সেপ্টেম্বর

  • সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৫৯তম (অধিবর্ষে ২৬০তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৯০৮ : জেনারেল মোটরস কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ : পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৮৫৩ : অ্যালব্রেচ্‌ট কোসেল, জার্মান প্রাণরসায়নবিজ্ঞানী এবং জিনতত্ত্ব অধ্যয়নের অন্যতম পথিকৃৎ।
১৮৮৮ : ফ্রান্স ঈমিল সিল্লানপা, নোবেলজয়ী ফিনিশ লেখক।
১৮৯৩ : আলবার্ট সযেন্ট-গায়র্গী, নোবেলজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নবিদ।
১৯১৬ : এম এস শুভলক্ষ্মী, ভারত রত্নে সম্মানিত কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট সঙ্গীতশিল্পী।

মৃত্যু
১৭৩৬ : পোলিশ ডাচ পদার্থবিদ, প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট।
১৮৭৫ : ব্রাহ্মসমাজের কর্মকর্তা ও বাঙালি লেখক আনন্দচন্দ্র বেদান্তবাগীশ।
১৯৩২ : নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রস।

আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস
আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস ১৬ সেপ্টেম্বর। দিবসটি বিশ্ব ওজন দিবস হিসেবেও পরিচিত। ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। ১৯১৩ সালে ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন ওজন স্তর আবিষ্কার করেন। এ স্তরের বৈশিষ্ট্য বের করেন ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন।

বায়ুমণ্ডলের এ ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সর্বপ্রথম ধরা পড়ে সত্তরের দশকে। বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি ও অতিরিক্ত কার্বন ব্যবহারের কারণে এ ওজন স্তর প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ওজন স্তরে ওজনের ঘনত্ব খুব কম হলেও প্রাণীজগতের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি এটি শোষণ করে নেয়। মধ্যম তরঙ্গদৈর্ঘ্যের সূর্যের এই অতিবেগুনী রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সারসহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টি করে। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীর জীবজগতের সকল প্রাণের প্রতি তীব্র হুমকি স্বরূপ। বায়ুমণ্ডলের ওজন স্তর প্রতিনিয়তই এই মারাত্নক ক্ষতিকর অতিবেগুনী রশ্নিগুলোকে প্রতিহত করে পৃথিবীর প্রাণিকূলকে রক্ষা করছে।

তাই পৃথিবীর ওজন স্তর সুরক্ষার নিশ্চিতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বরে গৃহীত এ প্রটোকল অনুযায়ী, সদস্যদেশগুলো ২০৪০ সালের মধ্যে ওজন স্তর ধ্বংস করে এমন গ্যাস উৎপাদন, ব্যবহার সীমিত ও নিষিদ্ধ করতে সম্মত হয়। ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com