1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ১৯ মার্চ

  • সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৭৮তম (অধিবর্ষে ৭৯তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
২০১৭ : বাংলাদেশ ক্রিকেট দল জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।

জন্ম
১৮১৩ : স্কটিশ মিশনারি চিকিৎসক মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন।
১৮২১ : রিচার্ড ফ্রান্সিস বার্টন, ব্রিটিশ সৈনিক, ভূগোলবিদ ও কূটনীতিক।
১৯১৯ : সিকান্দার আবু জাফর, বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক।
১৯৪৩ : মারিও মোলিনা, নোবেলজয়ী মেক্সিকান রসায়নবিদ।

মৃত্যু
১৯৫০ : মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ।
১৯৯৭ : ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী পূর্ণেন্দু পত্রী।
২০০১ : বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ।
২০১৬ : বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন।

সিকান্দার আবু জাফর
সিকান্দার আবু জাফর ছিলেন একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার। আমাদের মুক্তিযুদ্ধের সময় দেশবাসীকে স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনায় উজ্জীবিত করতে তিনি রচনা করেছেন অসংখ্য গান ও সাহিত্যকর্ম। তার রচিত ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

জন্মগ্রহণ করেন ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে। স্থানীয় স্কুল থেকে ১৯৩৬ সালে প্রবেশিকা এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৩৯ সালে কলকাতার মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে তিনি পেশাগত জীবন শুরু করেন।

কলকাতা থেকে ঢাকায় ফেরেন ১৯৫০ সালে এবং বিভিন্ন সময়ে দৈনিক নবযুগ, ইত্তেফাক, সংবাদ ও মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেন। একজন সাহিত্যিক হিসেবে সিকান্দার আবু জাফরের যে খ্যাতি তার চেয়েও অনেক বেশি প্রসিদ্ধি সাহিত্য সম্পাদক হিসেবে। ১৯৫৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা ‘সমকালে’র প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে পূর্ববঙ্গের সাহিত্য আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন।

গদ্য ও পদ্য রচনায় আবু জাফর ছিলেন সমান দক্ষ; তবে তার সর্বাধিক খ্যাতি কবি হিসেবে। উল্লেখযোগ্য গ্রন্থ: উপন্যাস: পূরবী, নতুন সকাল; ছোটগল্প: মাটি আর অশ্রু; কবিতা: প্রসন্ন শহর, তিমিরান্তিক, বৈরী বৃষ্টিতে, বৃশ্চিক-লগ্ন, বাংলা ছাড়ো; নাটক সিরাজ-উদ-দৌলা, মহাকবি আলাউল ইত্যাদি।

বিক্ষোভ-বিদ্রোহ স্বাধীনতার আকাঙ্ক্ষায় আত্মবিশ্বাসী কবি কখনো প্রত্যক্ষ উচ্চারণে, কখনো রূপকের অন্তরালে আক্রমণ করেছেন সাম্রাজ্যবাদী শক্তিকে। সাহিত্যে অবদানের জন্যে তিনি নাটকে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬) এবং একুশে পদক (১৯৮৪, মরণোত্তর) লাভ করেন।

সিকান্দার আবু জাফর ১৯৭৫ সালের ৫ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। সমাহিত হন বনানী কবরস্থানে।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com