গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৩৭তম (অধিবর্ষে ২৩৮তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।
ঘটনাবলি
১৮২৫ : উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৯৬ : উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।
জন্ম
১৯০০ : সজনীকান্ত দাস, বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক।
১৯১৬ : ফ্রেডেরিক রবিনস, নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী।
১৯৩০ : স্যার থমাস শন কনারি, একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
মৃত্যু
১৮১৯ : ব্রিটিশ প্রকৌশলী, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারক জেমস ওয়াট।
১৮২২ : জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ ও সুরকার উইলিয়াম হার্শেল।
১৮৬৭ : ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
১৯৩০ : ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী অনুজাচরণ সেন।
১৯৭৬ : সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসন।
২০০৭ : হাস্যরসাত্মক তথা কৌতুকরসবোধে সম্পৃক্ত রচনার জন্যে সুপরিচিত বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক তারাপদ রায়।
অনুজাচরণ সেন
অনুজাচরণ সেন ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
জন্মগ্রহণ করেন ১৯০৫ সালে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে। বাবার নাম বিমলাচরণ সেন। ছাত্রাবস্থায়ই বিপ্লবী দলে যোগদান করেন তিনি। প্রথমে সেবা কার্যের মাধ্যমে দেশের মানুষের সঙ্গে পরিচয় ঘটে। ব্যায়ামচর্চা, পঠন ও আলোচনার মাধ্যমে বিপ্লবমন্ত্রে দীক্ষিত হন। পরবর্তীতে কলেরা, বসন্ত, মহামারীর সময় সেবা ও অমায়িক ব্যবহার দ্বারা বিপ্লবী দলের প্রসার ও সংগঠনে সহায়তা করেছিলেন।
দলের নির্দেশ অনুযায়ী, দীনেশ মজুমদার, অতুল সেন ও শৈলেন নিয়োগীর সঙ্গে তিনি কলকাতার অত্যাচারী পুলিশ কমিশনার টেগার্টকে মারতে সরাসরি অংশ নেন। দিনটি ছিল ১৯৩০ সালের ২৫ আগস্ট। অপারেশনের একপর্যায়ে তার নিজের কাছেই বোমা ফেটে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সূত্র: সংগৃহীত