1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ২৫ নভেম্বর

  • সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩২৯তম (অধিবর্ষে ৩৩০তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮১৩ : জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।
১৯৯১ : খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৯৯৬ : পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
২০০৪ : দর্শনার্থীদের জন্যে রাতে তাজমহল উন্মুক্ত করা হয়।

জন্ম
১৯০৬ : নূরুল মোমেন, নাট্যকার।
১৯৩৩ : শক্তি চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।
১৯৩৪ : ভৈরব গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি যাত্রা পালাকার।

মৃত্যু
১৯২৫ : খ্যাতনামা মৃৎশিল্পী যদুনাথ পাল।
১৯৭৪ : জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট।
১৯৮১ : প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল।
২০১৬ : কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল কাস্ত্রো।
২০২০ : ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

নাট্যগুরু নুরুল মোমেন
নুরুল মোমেন ছিলেন একাধারে অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক। তিনি ছিলেন রম্য সাহিত্যিক, কবি, প্রসিদ্ধ বাগ্মী, শিশুসাহিত্যিক এবং প্রাবন্ধিক। আধুনিক বাংলা নাটকে অগ্রণী ভূমিকার জন্যে তাকে ‘নাট্যগুরু’ সম্বোধন করা হয়।

জন্মগ্রহণ করেন ১৯০৬ সালের ২৫ নভেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গায়। বাবা নুরুল আরেফিন ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি নিয়ে ১৯৩৬ সালে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। ১৯৪১ রেডিওর জন্যে রচনা ও নির্দেশনা দেন কমেডি নাটক ‘রূপান্তর’। নাটকটি পরে আনন্দবাজার পত্রিকা তাদের পূজা সংখ্যায় প্রকাশিত হয়। নুরুল মোমেন রচিত অন্য রচনাগুলোর মধ্যে রয়েছে- নেমেসিস, যদি এমন হতো, নয়া খান্দান, আলোছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, রূপলেখা, হোসেন সফদরের উইল, ভাই ভাই সবাই, এইটুকু এই জীবনটাতে, যেমন ইচ্ছা তেমন, আদিখ্যাতা, লন্ডন প্রবাসে, হ-য-ব-র-ল, অন্ধকারটাই আলো, ঠিক চলার পথ ইত্যাদি।

সমকালীন সমাজের অসঙ্গতি ও দ্বন্দ্বসমূহ তিনি ব্যঙ্গরসের মাধ্যমে নাটকের বিভিন্ন চরিত্রে বলিষ্ঠভাবে তুলে ধরেন। নাট্যশিল্পী হিসেবে এটি ছিল তাঁর বড় কৃতিত্ব। সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদানের জন্যে তিনি অনেক সম্মাননা লাভ করেন। এর মধ্যে কলকাতায় সংবর্ধনা, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল প্লেয়ার্স সংগঠনের সংবর্ধনা, ব্রিটেনের থিয়েটার ব্যক্তিত্বগণ কর্তৃক সংবর্ধনা, বাংলাদেশের থিয়েটার নাট্যদল কর্তৃক সংবর্ধনা, বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক উল্লেখযোগ্য।

নুরুল মোমেনের মৃত্যুর তারিখ ১৬ ফেব্রুয়ারি। তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com