1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় ২ ডিসেম্বর

  • সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৩৬তম (অধিবর্ষে ৩৩৭তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৮১৫ : নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৮২৩ : স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত ও মনরো নীতি ঘোষণা করেন।
১৯৯৭ : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
১৮৮৫ : জর্জ রিচার্ডস মিনট, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও অধ্যাপক।
১৮৮৮ : ক্ষিতিমোহন সেন, ভারতীয় বাঙালি গবেষক, সংগ্রাহক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
১৮৯৮ : ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় বাঙালি বিমানচালক, প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন।
১৯২১ : কামরুল হাসান, পটুয়া চিত্রশিল্পী।
১৯২৫ : সন্তোষ দত্ত, প্রখ্যাত বাঙালি অভিনেতা।
১৯৩০ : গ্যারি স্ট্যানলি বেকার, নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৬০ : সুবর্ণা মুস্তাফা, বাংলাদেশি অভিনেত্রী।

মৃত্যু
১৮৮৮ : তুর্কি কবি নেমিক কামাল।
১৯৮৫ : ইংরেজ লেখক ও কবি ফিলিপ লার্কিন।
১৯৮৭ : নোবেলবিজয়ী ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টিনার চিকিৎসক ও বায়োকেমিস্ট লুইস ফেদেরিকো লেলইর।
১৯৯১ : ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক বিমল মিত্র।

আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস
আজ ২ ডিসেম্বর। আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস। মানব পাচার, যৌন দাস, জবরদস্তিমূলক শিশুশ্রম, বলপ্রয়োগে বিয়ে, যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধসহ সব ধরনের দাসত্বের বিলুপ্তিতে সচেতনতা বাড়ানো এ দিবসের মূল উদ্দেশ্য। ১৯৪৯ সালের ২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করার লক্ষ্যে বিশ্বব্যাপী দাস প্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয়। এজন্যে দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক দাসত্ব বিলুপ্তি দিবস হিসেবে পালিত হয়।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, বৈশ্বিক জরিপ অনুসারে ২০২১ সালে বিশ্বে অন্তত ৫ কোটি মানুষ আধুনিক দাসত্বের মধ্যে বসবাস করেছে।

অথচ আন্তর্জাতিক দাসত্ব বিলুপ্তি কনভেনশনের উদ্দেশ্যই ছিল দুর্বলের উপর সবলের নির্যাতন, মানব পাচার, যৌনদাসী সৃজন ও লালন, শিশুশ্রম বন্ধ, জবরদস্তি বিয়েসহ সব ধরনের দাসত্ব সমাজ থেকে সম্পূর্ণরূপে নিরসন করা। মূলত মধ্যযুগীয় দাসপ্রথা নতুন মোড়কে এখনও বিদ্যমান আধুনিক এই যুগে।

দাসত্ব হলো মানবসভ্যতার অন্ধকারাচ্ছন্ন এক কলঙ্কিত অধ্যায়। অতীতে কোনো কোনো সমাজে নিজের দাসকে হত্যা করাও আইনসঙ্গত ছিল। সেসব বর্বরতা থেকে আমরা বেরিয়ে এসেছি। তবে আধুনিক রূপান্তরে নীরব দাসত্বের বিলুপ্তি হয়নি আজও। এ দাসত্ব থেকেও মানবসমাজকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে হবে। বছর ঘুরে দাসত্ব বিলোপ দিবসে মূলত এ আহ্বানই তুলে ধরা হয়।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com