ঘটনাবলি
১৯৭১ : ঢাকা শহরের পল্টন ময়দানে বিশাল জনসভায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত পরিবেশন।
১৯৭২ : বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।
২০০৫ : রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন।
জন্ম
১৮৪৫ : গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৭ : আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।
১৯৫০ : শেখ সাদী খান, বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক।
মৃত্যু
১৭০৩ : প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ রবার্ট হুক।
১৯৯২ : শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন।
২০২০ : বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত শুদ্ধানন্দ মহাথের।
বিশ্ব শ্রবণ দিবস
আজ ৩ মার্চ। বিশ্ব শ্রবণ দিবস। বধিরতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারণা হিসেবে এ দিবসটি পালিত হয়। ২০২৫ সালে এ দিবসের থিম নির্ধারিত হয়েছে- Changing mindsets: empower yourself to make ear and hearing care a reality for all!
মানুষের পাঁচটি ইন্দ্রিয়ের অন্যতম একটি হচ্ছে শ্রবণেন্দ্রিয়। অথচ কান বিষয়ে আমরা গুরুত্ব দিই কম। আর এই কানে শোনার যত্নে বরাবরই আমরা উদাসীন। এর ফলে বধিরতা পর্যন্ত হতে পারে। সবারই কানের যত্ন নেওয়া উচিত। তবে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ সতর্কতা নেওয়া দরকার। বিশ্বে ৫ শতাংশের বেশি মানুষের কোনো না কোনো মাত্রায় শ্রবণহীনতা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০০৭ সালের ৩ মার্চ প্রথমবারের মতো পালিত হয় ‘ইন্টারন্যাশনাল ইয়ার কেয়ার ডে’ বা আন্তর্জাতিক কর্ণ যত্ন দিবস। তখন শব্দদূষণকে শ্রবণ হ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্যে প্রচারণা চালানো হতো। কানের বহিরাংশ না বহিকর্ণ দেখতে ইংরেজি সংখ্যা ৩ বা থ্রির মতো। তাই ইংরেজি বছরের তৃতীয় মাস তথা মার্চ মাসের তৃতীয় দিনকে বিশ্ব কানের যত্ন দিবস হিসেবে পালন করার জন্যে নির্ধারণ করা হয়েছে।
বর্তমান সময়ে মোবাইলে উচ্চশব্দে গান শোনা বা দীর্ঘক্ষণ কথা বলাকেও কানের জন্যে মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ‘বেশি কথা মোবাইলে কান যাবে অকালে’ (লিংক: https://quantummethod.org.bd/bn/detail/article/fb5baf4c-079d-11e8-8e44-998531995a6f) শিরোনামে এ-সম্পর্কিত আর্টিকেল রয়েছে কোয়ান্টাম ওয়েবসাইটে।
সূত্র: সংগৃহীত