গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ২৫১ তম (অধিবর্ষে ২৫২ তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।
ঘটনাবলি
১৯৫১ : সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৯৬৬ : জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
১৯৭৩ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
জন্ম
১৮৩০ : ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী ফরাসি কবি।
১৮৯২ : বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।
১৯১৮ : ডেরেক রিচার্ড বার্টন, নোবেলজয়ী জৈবরসায়নবিদ বিজ্ঞানী।
১৯১৯ : নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।
১৯২৬ : ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় সঙ্গীতশিল্পী।
১৯৩৩ : আশা ভোঁসলে, ভারতীয় গায়িকা।
১৯৫৫ : ইমদাদুল হক মিলন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
মৃত্যু
১৯৩৯ : স্বামী অভেদানন্দ, হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।
১৯৬৫ : নোবেলজয়ী জার্মান রসায়নবিদ হেরমান স্টাউডিংগার।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
আজ ৮ সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এটি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত আন্তর্জাতিক দিবস। দিবসটির লক্ষ্য হচ্ছে, ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই দিবসটি উদ্যাপন করে থাকে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। ইউনেস্কো নির্ধারিত এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হলো- ‘Promoting Multilingual Education: Literacy for Mutual Understanding and Peace’ বা ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্যে সাক্ষরতা’।
১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশে ১৯৭২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিভিন্ন বছর বিভিন্ন ধরনের থিম নিয়ে এই বিষয়টির উপর সকলের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং শিক্ষা ও স্বাক্ষরতার গুরুত্ব বোঝানো হয়ে থাকে, কারণ এই দুটো ছাড়া কোনো রকমের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাই আমাদের জীবন এবং জীবনধারাকে পাল্টাতে পারে।
সূত্র: সংগৃহীত