1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

ইতিহাসের পাতায় ৯ ডিসেম্বর

  • সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার দেখা হয়েছে

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৩৪৩তম (অধিবর্ষে ৩৪৪তম) দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।

ঘটনাবলি
১৭৯৩ : নিউ ইয়র্ক শহরের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
১৯০৫ : ফ্রান্সে রাষ্ট্র থেকে গির্জা পৃথকীকরণ আইন পাস হয়।

জন্ম
১৬০৮ : জন মিলটন, ইংরেজ কবি।
১৭৪২ : কার্ল উইলহেম শেলে, সুইডেনের বিখ্যাত রসায়নবিদ।
১৮৭৯ : অমূল্যচরণ বিদ্যাভূষণ, বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত এবং প্রাবন্ধিক।
১৮৮০ : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক এবং সমাজ সংষ্কারক।
১৯১৬ : কার্ক ডগলাস, হলিউডের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও লেখক।
১৯২৭ : ব্রজেন দাস, ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু।

মৃত্যু
১৯১৬ : জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।
১৯৩২ : খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১৯৪২ : ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন দ্বারকানাথ কোটনিস। যারা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

দিবস
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস।
জাতীয় রোকেয়া দিবস (বাংলাদেশ)।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
আজ ৯ ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ২০০৩ সালে জাতিসঙ্ঘ এই দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ সারা বিশ্বে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে। দুর্নীতি দিবসে এবছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে– ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’।

দিবসটি উপলক্ষে দেশে দেশে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে অংশ নেন প্রশাসনের কর্তাব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাধারণ জনগণ।

সূত্র: সংগৃহীত

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com