1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বছর,নতুন বাংলাদেশ রক্তের বিকল্প শুধুই রক্ত তাই সেবাদানের ক্ষেত্রে রক্তদাতারা সমাজে উজ্জ্বল নক্ষত্র দীর্ঘসূত্রিতা : ধর্মীয় ব্যাখ্যা প্রতিভাবানদের সাফল্যের রহস্য কী? পান্তা-ইলিশ নয়, পান্তাপিয়া দিয়েই আসুন আমরা আয়োজন করি আমাদের বৈশাখী ঢাকা কোয়ালিফাইন লীগে ঢাকা ডায়মন্ডস স্পোর্টিং ক্লাবের বড় জয় কালোজিরা : নবীজী (স) যাকে বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা! নসিবো ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে সতর্ক থাকুন AABAD Khulna University এর অর্থায়নে ও এবং এন এফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ । ঈদের বেতন-বোনাস পায়নি৭ কারখানার শ্রমিকরা

এক কোটিপতির দুঃখ!

  • সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ১২২১ বার দেখা হয়েছে

 টাকা দিয়ে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না ।

টাকা বই কেনা যায় মেধা বা ধীশক্তি কেনা যায় না।

টাকা দিয়ে খুশি কেনা যায় কিন্তু সুখ কেনা যায় জায়।

টাকা দিয়ে রিং কেনা যায় বিবাহ কেনা যায় না। 

টাকা দিয়ে সুখ কেনা যায় না। অঢেল অর্থ-বিত্ত, সম্পদ থাকলেই যে মানুষ সুখী হয় তা কিন্তু নয়। জীবনে চলে আসতে পারে বিরক্তি, একাকিত্ব আর একঘেয়েমি। এমন ঘটনাই ঘটেছে বিশ্বের অন্যতম তরুণ কোটিপতি মার্কাস পার্সসনের ক্ষেত্রে।

 ভিডিও গেম মাইনক্রাফটের নির্মাতা তিনি। ৩৬ বছর বয়সে অঢেল অর্থবিত্তের মালিক হয়েও এখন তা নিয়ে বিশাল অশান্তির মধ্যে আছেন তিনি। টুইটারে গত কয়েক দিন ধরে টুইট করে তাঁর বিরক্তিকর জীবন, একাকিত্ব আর উদ্যমের অভাব সম্পর্কে বলছেন তিনি। অঢেল অর্থবিত্ত থাকলে নাকি একাকিত্ব চলে আসতে পারে!

মার্কাস এক টুইটে বলেছেন, ‘সবকিছু পেয়ে যাওয়ার অর্থ কোনো কিছু করার উদ্যোগ হারিয়ে ফেলা। এ অবস্থায় ভারসাম্যহীনতার কারণে মানুষের সঙ্গে কথা বলাও অসম্ভব হয়ে দাঁড়ায়।’

নিজের একাকিত্ব সম্পর্কে মার্কাস বলেন, ‘স্পেনের ইবিজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি, বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পার্টি করছি, মন যা চাইছে তাই করছি … অথচ এমন বিচ্ছিন্ন আর একাকী কখনোই বোধ করি নি।’

মার্কাস টুইটে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা পর্যন্ত এখন তাকে ঘৃণা করে। যে মেয়েটিকে তিনি পছন্দ করেন, সেও পর্যন্ত তাকে আর তাঁর জীবনযাপন দেখে সঙ্গে থাকতে ভয় পায়। মার্কাসের পরিবর্তে সে বেছে নিয়েছে একজন সাধারণ মানুষকে।

মার্কাসের টুইটগুলো বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যম লুফে নেয়। এ বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা চোখে পড়ে মার্কাসের।

তখন আবার টুইট করে বলেন, ‘আমার হতাশা নিয়ে লেখালেখি হচ্ছে, কারণ সেদিন খুব বাজে একটা দিন কাটিয়েছিলাম। আজ দিব্যি আছি।’

টুইটে মার্কাস যাই বলুন না কেন, অধিক অর্থবিত্তের কারণে যে হতাশা চলে আসে তার একটা নাম আছে। সেটা হচ্ছে— ‘সাডেন ওয়েলথ সিনড্রোম’।

প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যেই এ সমস্যা বেশি দেখা যায়। যে উদ্যোক্তারা একটি উদ্যোগ চালুর পর তা দাঁড়িয়ে গেলে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে বড় প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করে দেন। এতে তাঁর হাতে বিপুল পরিমাণে অর্থ চলে আসে।

কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে তাঁর সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও স্বপ্ন পূরণে দিনরাত খাটার যে মানসিকতা তা বাধাগ্রস্ত হয়ে পড়ে।

হাতে অনেক অর্থ থাকায় সুখের নেশায় হয়তো পাহাড়ের ওপর প্রাসাদসম বাড়ি কেনা যায়, কিন্তু ওই সুখ একাকিত্বের দুঃখে পরিণত হতে পারে। এছাড়াও, মনের মধ্যে অন্যের প্রতি অবিশ্বাস জন্ম নিতে শুরু করে।

মার্কাসের পুরো নাম মার্কাস অ্যালেক্সেজ পার্সসন। ১৯৭৯ সালের ১ জুন সুইডেনে জন্মগ্রহণ করেন। সুইডেনের ভিডিও গেম প্রোগ্রামার ও গেম ডিজাইনার হিসেবে সুপরিচিত। ২০১০ সালে জ্যাকব পোরসার ও কার্ল ম্যানেহকে নিয়ে তিনি ভিডিও গেম কোম্পানি মোজাং প্রতিষ্ঠা করেন।

মোজাং প্রতিষ্ঠার জন্য মার্কাসের মূলধন ছিল মাইনক্রাফট নামের ভিডিও গেমটি। ২০০৯ সালে গেমটির ডেমো সংস্করণ ছাড়েন তিনি। এরপরে গেমটি দ্রুত জনপ্রিয় হয়। ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয় গেমটি।

এ গেমটির সুবাদে অনেক পুরস্কার জেতেন ও বিশ্বের বড় বড় শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। পরে গেমটির মোবাইল সংস্করণ তৈরিতেও কাজ করেন তিনি। ২০১১ সালে মাইনক্রাফট আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়।

২০১৪ সালের সেপ্টেম্বরে ২৫০ কোটি মার্কিন ডলারে মোজাংকে কিনে নেয় মাইক্রোসফট। বেরিয়ে যান মার্কাস। ডিসেম্বরে সাত কোটি মার্কিন ডলার ব্যয়ে ক্যালিফোর্নিয়ায় একটি প্রাসাদসম বাড়ি কেনেন তিনি।

কিন্তু কেনার মাত্র আট মাস যেতে না যেতেই বাড়িটি তার কাছে মনে হচ্ছে ‘কারাগার’!

২০১১ সালের ১৩ আগস্ট এলিন জেটারস্ট্র্যান্ড নামের একজনকে বিয়েও করেছিলেন মার্কাস পার্সসন। কিন্তু এক বছরের মাথায়ই বিচ্ছেদ হয়ে যায়। নিজেকে একাকী ঘোষণা করেন মার্কাস। [সূত্র : ডেইলি মেইল, ২৯ আগস্ট, ২০১৫]

 

সাত কোটি মার্কিন ডলার খরচ করে বেভারলি হিলসে একটি প্রাসাদ কিনেছেন মাইনক্রফট গেমটির নকশাকার মার্কার্স পার্সসন। সেখানকার একটি পুলের ছবি।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com