1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

কাজে ফিরেছেন গাজীপুর-আশুলিয়ার পোশাক কর্মীরা

  • সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ বার দেখা হয়েছে

পোশাকশ্রমিকদের বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে তৈরি পোশাকশিল্প। বিক্ষোভ-আন্দোলনের পর গাজীপুর ও সাভারের আশুলিয়ার বেশিরভাগ তৈরি পোশাক কারখানাগুলো উৎপাদন কার্যক্রম শুরু করেছে। আজ বুধবার সকাল থেকে শ্রমিকদের কাজে ফিরতে দেখা যায়। তবে এখনও কয়েকটি কারখানার শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে দলে দলে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ দেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখনও কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
তবে গতকাল বিভিন্ন দাবিতে গাজীপুরে কয়েকটি কারখানায় বিক্ষিপ্তভাবে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ও বিভিন্ন এলাকায় অবস্থিত কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com