1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোড শেডিং

  • সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার (১৯ ‍জুলাই) থেকে সারা দেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোড শেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এ ছাড়াও ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আজ সোমবার (১৮ জুলাই) থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

আজ সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে এসি বন্ধ রাখতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে এক দিন করে পেট্রল পাম্প বন্ধ রাখা।

এদিকে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেখানে প্রতিমন্ত্রী এসব বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com