বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন বোয়ালমারীর সুজন শেখ। দীর্ঘদিন পর এ এলাকার কেউ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মোঃ সুজন শেখ ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের মোঃ আক্কাস শেখ ও মোছাঃ আমেনা বেগমের জ্যৈষ্ঠ পুত্র ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা সুজন সেখ স্কুল পর্যায় থেকেই মেধার স্বাক্ষরতা রেখে আসছেন। আলফাডাঙ্গা সরকারী আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ ( A+) প্রাপ্ত হন। উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকার মিরপুরের কমার্স কলেজে। উক্ত কলেজ থেকে ২০১০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত হন। পরবর্তীতে ২০১১-২০১২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে সপ্তম স্থান অর্জন করে আইন বিভাগে ভর্তি হন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে তিনি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন।
২০২১ সালের ২১ তম ব্যাচের এডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন পেশার সাথে যুক্ত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। সুজন শেখ ছাত্রলীগে প্রথম পদ প্রাপ্ত হন ২০১৩ সালে। ২০১৩ সালে তিনি স্যার এ.এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে স্থান করে নেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে। সোহাগ- জাকির কমিটির উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও শোভন – রাব্বানী কমিটির উপ আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সাদ্দাম-ইনান কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
“রাজনীতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে সুজন শেখ জানান” ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আমরা খুবই কাছের বন্ধু। একই ডিপার্টমেন্ট ও আবাসিক হল হওয়ায় শুরু থেকেই আমদের মাঝে সুসম্পর্ক গড়ে উঠে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক সফরে তিনি সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে দেশের কয়েকটি বিভাগে ভ্রমণ করেছেন।
ভবিষ্যতে আইন পেশার সাথে যুক্ত থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সর্বদা কাজ করার আশ্বাস প্রদান করেন। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি খেলাধুলাতেও তিনি সমান পারদর্শী। স্কুল জীবন থেকেই এলাকার পরিচিত ক্রিকেটার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ত-ডিপার্টমেন্ট ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় আইন বিভাগের পক্ষে খেলেছেন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি বাংলাদেশ আইন সমিতির আপ্যায়ন সম্পাদক হিসেবেও তিনি দায়িত্বরত আছেন।