1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার করোনা পজিটিভ:দোয়া চেয়েছেন মির্জা ফখরুল

  • সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১১৬৯ বার দেখা হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন। রোববার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের তরফ থেকে খালেদার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও কিছু বলছিল না তার পরিবার ও বিএনপি। তবে বিষয়টি স্পষ্ট করে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, করোনা আক্রান্ত খালেদা জিয়া ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি প্রধান তার করোনা মুক্তির জন্য দোয়া চেয়েছেন জানিয়ে ফখরুল দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানান।
Seen by Azmul at Sunday 11:12pm

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com