শিক্ষাবিদ, লেখক ও চিকিৎসাবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সাবেক ডীন। সুস্বাস্থ্য, মেডিটেশন, সুস্থ জীবনাচার ও সঠিক খাদ্যাভ্যাস বিষয়ে নিয়মিত লিখছেন কোয়ান্টাম ওয়েবসাইটে।
ঘর যদি সুন্দর হয়, আরামের হয়, তাহলে মনও থাকে ভালো। তাই ঘর যেন থাকে পরিপাটি। থাকে যেন পরিচ্ছন্ন। তাহলে মন থাকবে শান্ত, নিয়ন্ত্রিত। দৈনন্দিন জীবনে ঘরে যেন জঞ্জাল না জমে। এ থেকে হতে পারে বিষণ্ণতা ও স্ট্রেস। ফলে অজান্তেই লক্ষ্য থেকে সরে যাবে মন।
মনের স্বাস্থ্য ভালো রাখার জন্যে ঘুম হওয়া চাই ভালো। অনিদ্রা হলে কারোই মন ভালো থাকে না। তাই ঘুমের পরিবেশ হতে হবে উপযুক্ত। আলো শব্দ পরিবেশ তাপমাত্রা—সব হওয়া চাই ঘুমবান্ধব।