ছুটির দিনে অলস সময় না কাটিয়ে পরবর্তী সপ্তাহের ‘প্রস্তুতি দিবস’ হিসেবে কাজে লাগান।
ছুটি বলে বেশি রাত জেগে থাকা ও দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস না করে সময়মতো উঠে নিজেকে ও পরিবারকে সময় দিন, ঘরের কাজে অংশ নিন।
সারা সপ্তাহের কাপড় ধোয়া, ঘরের সাফসুতরোসহ অন্যান্য কাজ এ দিনের জন্যে জমিয়ে না রেখে সপ্তাহজুড়েই একটু একটু করে করুন। এতে একদিনে অনেক কাজে ভারাক্রান্ত হবেন না।
প্রত্যেক ছুটির দিনের জন্যে (সাধারণত শুক্রবার) একটি রুটিন করুন। এ রুটিনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেন্টার-শাখা-সেলে অনুষ্ঠিত সাদাকায়নের জন্যে অন্তত দেড় ঘণ্টা সময় বরাদ্দ রাখুন। এতে ছুটির দিনটি হয়ে উঠবে আরো অর্থবহ এবং প্রশান্তিময়।
আত্মীয়-বন্ধুদের সাথে বাস্তব সামাজিক যোগাযোগ রক্ষায় সময় দিন।