1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

ছুটি-বেতন-বোনাস এর দাবিতে রাস্তায় মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা

  • সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ১৮৩৬ বার দেখা হয়েছে

ইমরানুল ইসলাম (চিপ রিপোর্টার)

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (৮ মে) সকালে তারা মিরপুর ১৩ ও ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। দুপুর ১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এখনও আমাদের বেতন-বোনাস দেয়া হয়নি। বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না।

তারা জানান, ঈদের ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। সে কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছুটির মধ্যে বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা।এ আন্দোলনের নেতৃত্ব দেয়া একাধিক শ্রমিক বলেন, আমরা মিরপুরের প্রায় ৩০ থেকে ৩৫ টি গার্মেন্টসের শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না  হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com