1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

জীবনোপকরণ (রিজিক)

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৩৫৪ বার দেখা হয়েছে

‘আমি জমিনকে বিস্তৃত করেছি। এতে পর্বতমালা স্থাপন করেছি। প্রকৃতিতে সবকিছুর বিকাশেই এনেছি ভারসাম্য। প্রকৃতির মধ্যেই জীবনোপকরণের ব্যবস্থা করেছি তোমাদের জন্যে এবং এমন সকল সৃষ্টির জন্যে, যাদের জীবনোপকরণ তোমাদের ওপর নির্ভরশীল নয়। সবকিছুরই অফুরন্ত মজুদ আমার কাছে রয়েছে এবং আমি তা প্রয়োজনীয় পরিমাণই সরবরাহের ব্যবস্থা করি।’ (সূরা হিজর ১৯-২১)

‘মনে রেখো, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবনোকরণ দেন, যাকে ইচ্ছা সীমিত জীবনোপকরণ দেন। অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সবকিছুই দেখেন।’ (সূরা বনি ইসরাইল ৩০)

‘আল্লাহ তাঁর সকল বান্দাকে উপচে পড়া জীবনোপকরণ দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি তাঁর বিবেচনা মতো জীবনোপকরণ বরাদ্দ করে থাকেন। তিনি তাঁর বান্দাদের প্রয়োজন ভালো করেই জানেন, তাদের সবার প্রতিই নজর রাখেন।’ (সূরা শুরা ২৭)

‘আল্লাহ তোমাদের জন্যে জমিনকে বিস্তীর্ণ করেছেন। চারদিকে ছড়িয়ে পড়। তাঁর দেয়া জীবনোপকরণ থেকে আহার করো। কিন্তু সবসময় মনে রেখো, পুনরুত্থানের পর তাঁর কাছেই ফিরে যেতে হবে।’ (সূরা মূলক ১৫)

‘আল্লাহ যদি কারো রিজিক বা জীবনোপকরণ বন্ধ করে দেন, তবে এমন কে আছে, যে তোমাদের রিজিক দিতে পারবে? কিন্তু ওরা সত্য অস্বীকারে অটল রয়েছে ও আল্লাহর বাণীর অবাধ্যতায় একগুঁয়েমি করেই চলছে।’ (সূরা মূলক ২১)

‘আল্লাহ দুজন মানুষের দৃষ্টান্ত দিচ্ছেন : একজন অন্যের অধীন। কোন কিছুর ওপরই তার কোন কর্তৃত্ব নেই। (অপরদিকে) দ্বিতীয় জন, যাকে আমি উত্তম জীবনোপকরণ দিয়েছি, যা থেকে সে প্রকাশ্যে ও গোপনে (অন্যের জন্যে) মুক্তভাবে ব্যয় করে। এরা দু’জন কি কখনো সমান হতে পারবে? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য! অথচ অধিকাংশ মানুষই একথার মর্ম বোঝে না।’ (সূরা আন-নহল ৭৫)

ধর্মপরায়ণ মানুষের জন্যে পরিশ্রমলব্ধ সম্পদ উত্তম নেয়ামত।
—আমর ইবনুল আস (রা); মুফরাদ

হালাল উপার্জন করা ফরজ।
—আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); বায়হাকি

মিতব্যয়িতা উত্তম জীবিকার অর্ধেক।
—আবদুল্লাহ ইবনে ওমর (রা); বায়হাকি

এমন একটা সময় আসবে যখন, একজন মানুষ তার উপার্জন বৈধ না অবৈধ, হালাল না হারাম—এই চিন্তার ব্যাপারে সম্পূর্ণ নিস্পৃহ হয়ে যাবে!
—আবু হুরায়রা (রা); বোখারী

পাপে লিপ্ত হলে মানুষ অনেক জীবনোপকরণ থেকে বঞ্চিত হয়।
—সাওবান (রা); ইবনে মাজাহ

আল্লাহর ওপর পুরোপুরি আস্থা রাখো। তিনি তোমাকে সেভাবেই জীবনোপকরণ দেবেন, যেভাবে তিনি পাখিদের দিয়ে থাকেন। পাখিরা সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় উদরপূর্তি করে নীড়ে ফেরে।
—ওমর ইবনে খাত্তাব (রা); তিরমিজী, মেশকাত

হালাল উপার্জনের জন্যে মেহনত করো, প্রয়াস চালাও। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ (ওয়াজিব)।
—আনাস ইবনে মালেক (রা); তাবারানী

তোমার মাধ্যমে যদি কেউ জীবনোপকরণ পায়, তার জীবনোপকরণ আটকে দেয়া তোমার গুনাহগার হওয়ার জন্যে যথেষ্ট।
—আবদুল্লাহ ইবনে আমর (রা); আবু দাউদ, মুসলিম

আল্লাহ তোমার জন্যে যে জীবনোপকরণ নির্ধারণ করে রেখেছেন তা পুরোপুরি না পাওয়া পর্যন্ত তুমি মারা যাবে না। আল্লাহ-সচেতন থাকো এবং রিজিক সংগ্রহে সৎপন্থা অনুসরণ করো।
—জাবির ইবনে আবদুল্লাহ (রা); ইবনে মাজাহ

একদা নবীজী (স) তাঁর সাহাবীদের সাথে বসেছিলেন। তখন একজন শ্রমিক তাদের পাশ দিয়ে চলে গেল। উপস্থিত সাহাবীরা মন্তব্য করলেন, হায়! এর মেহনত যদি আল্লাহর পথে হতো, তাহলে কতই না ভালো হতো। নবীজী (স) তাদের মন্তব্যে সংশোধনী দিয়ে বললেন, যদি তার এই মেহনত তার সন্তানের লালনপালনের জন্যে হয়, তাহলে সে আল্লাহর পথেই কাজ করছে। তার মেহনত যদি তার পিতামাতার ভরণপোষণের জন্যে হয়, তাহলেও একথা প্রযোজ্য হবে। অন্যের কাছে ভিক্ষা যাতে করতে না হয়, সে উদ্দেশ্যে যদি সে মেহনত করে থাকে, তাহলেও সে আল্লাহর পথেই কাজ করছে। তবে শুধু বিলাসী ভোগ্যপণ্য ক্রয়ের (অর্থাৎ ফুটানি করার) উদ্দেশ্যে যদি সে কাজ করে থাকে, তবে সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে।
—বোখারী (কিদওয়াই)

হালাল রিজিক আহারের নির্দেশ : ‘(অতএব হে বিশ্বাসীগণ!) আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র জীবনোপকরণ দিয়েছেন, তা থেকে আহার করো। আর তোমরা যদি (সত্যি সত্যিই) শুধু তাঁরই ইবাদত করো, তবে আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো।’ (সূরা আন-নহল ১১৪)

আল্লাহ রিজিক কমান, বাড়ান : ‘তোমাদের মধ্যে কে আল্লাহকে ‘কর্জে হাসানা’ (অর্থাৎ উত্তম ঋণ) দেবে? আল্লাহ বহুগুণ প্রবৃদ্ধিসহ তা ফেরত দেবেন। আল্লাহই মানুষের রিজিক বা জীবনোপকরণ কমান এবং বাড়ান। তোমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে।’ (সূরা বাকারা ২৪৫)

‘আল্লাহ যাকে ইচ্ছা জীবনোপকরণের প্রাচুর্য দেন এবং যাকে ইচ্ছা সীমিত জীবনোপকরণ দেন। (যাদের জীবনোপকরণের প্রাচুর্য দেয়া হয়) তারা পার্থিব ভোগবিলাসেই মত্ত হয়ে ওঠে, যদিও পরকালীন জীবনের তুলনায় পার্থিব জীবন এক পুতুলখেলা মাত্র।’ (সূরা রাদ ২৬)

রিজিক থেকে দান :

‘আল্লাহ তোমাদের কাউকে কাউকে অন্যদের চেয়ে বেশি জীবনোপকরণ দিয়েছেন। যাদের অতিরিক্ত জীবনোপকরণ দেয়া হয়েছে, তারাও (সাধারণত) নিজেদের জীবনোপকরণ থেকে তাদের অধীনদের এমন কিছু দেয় না, যাতে ওরা তাদের সমকক্ষ হতে পারে। এর মাধ্যমে তারা কি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছে না?’ (সূরা আন-নহল ৭১)

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com