ঝিঁনাইদাহ কালীগঞ্জের ঘটনা মেহেরপুরে ও ঘটতে পারে। এই সাপ সারা বাংলাদেশে ছড়ে গেছে। মেহেরপুরের কৃষকদের অনেক সাবধানে থাকতে হবে।
প্রায় প্রত্যেক্টা ধানের জমিতে রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে!! এই সাপ কামড় দেওয়ার ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃ’ত্যু নিশ্চিত,🥲
ধান কাটার আগের দিন জমিতে ব্লিচিং বা গমবুট ছড়িয়ে দিবেন.আর জমিতে যাওয়ার আগে গামবুট পড়ে যাবেন..আর রাসেল ভাইপার পাওয়া গেলে রেস্কিউ না করে মে রে ফেলা উত্তম,, কারণ এরা একেবারে ৪০/৫০ টা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে!!
সবাই আশেপাশের কৃষকদের সচেতন করে দিবেন |