ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে কাল ভোট, গণপরিবহন বন্ধ ৪৮ ঘণ্টা

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুটি আসনেই ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত গণপরিবহন চলাচলও করবে না। তবে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নেওয়া যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থাপনা, ভোটকেন্দ্রসহ নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ থাকবে।
ইসি বলছে, আসন দুটিতে নির্বাচনী পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে বিএনপি প্রার্থীদের অভিযোগ, তাঁদের প্রচারে বাধা দেওয়া হয়েছে। কমিশনে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার তাঁরা পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *