প্রতিটি বিষয়, বস্তু ও প্রাণের তকদির (বিকাশ ও পরিণতির প্রাকৃতিক আইন) রয়েছে। এমনকি দুর্বলতা ও বুদ্ধিমত্তারও!
—আবদুল্লাহ ইবনে ওমর (রা); মুসলিম, মেশকাত
মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, সে লক্ষ্যে কাজ করলে সে স্বতঃস্ফূর্ত গতি পাবে।
—ইমরান ইবনে হোসেইন (রা); বোখারী, মুসলিম
কাজ করে যাও। প্রত্যেকের একটা গন্তব্য আছে। গন্তব্য বুঝে কর্তব্য সম্পাদনে যখন কেউ অগ্রসর হয়, তখন তার কাজে স্বতঃস্ফূর্ততা আসে, লক্ষ্য অর্জন সহজ হয়।
—আলী ইবনে আবু তালিব (রা); বোখারী, মুসলিম
দোয়া তকদির (বিকাশ ও পরিণতির প্রাকৃতিক আইন বা ভাগ্য) বদলে দেয়।
—সালমান ফারসি (রা), সাওবান (রা); তিরমিজী, ইবনে মাজাহ, মেশকাত