তিস্তা ইস্যুতে ভারতকে প্রেসারে রেখেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, তিস্তা নিয়ে আমাকে মাঝে মাঝেই প্রশ্ন করা হয়। এ বিষয়ে আমি বলেছি, তিস্তা চুক্তির খসড়ায় সই হয়েছিল।আর যে খসড়ায় সই হয় সেটা বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়। আমরা তিস্তা নিয়ে ভারতকে প্রেসারে রেখেছি। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম। এসময় আব্দুল মোমেন আরও বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের একটি নদী থেকে আমরা সেচের জন্য পানি চেয়েছি। সেই পানি নিশ্চিত হলে ৫ হাজার একর জমি চাষ সম্ভব হবে। এটা নিয়ে আলোচনা চলছে।