1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার সেরা ১০ তরুণ নেতার তালিকায় মাশরাফি

  • সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১১০৭ বার দেখা হয়েছে

ইয়াং গ্লোবাল লিডারসের দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতার তালিকায় স্থান পেলেন দেশের জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি এ সংস্থাটি অঞ্চলভিত্তিক এ তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতা তালিকায় আছেন, এর মধ্যে দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে মাশরাফির নাম।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি। প্রতিবছর তারা বৈশ্বিকভাবে তরুণ নেতাদের একটি তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের তালিকাটি প্রকাশিত হয়েছে সম্প্রতি।

তালিকায় উল্লিখিত মাশরাফির সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি তাঁর সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানুষের জন্যও কাজ করছেন মাশরাফি। নড়াইলের অগণিত মানুষকে দারিদ্র্যতার ফাঁদ থেকে মুক্ত করেছে তাঁর প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com