1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

দৌলতদিয়ায় ফেরি বন্ধ,সড়কে দীর্ঘ লাইনে কয়েকশ ট্রাক

  • সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১২৩০ বার দেখা হয়েছে
করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল।ফলে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও কিছু ব্যক্তিগত ছোট গাড়ি।বুধবার (১৪ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া প্রান্তের সড়কে এমন চিত্র দেখা যায়।জানা গেছে, সরকারের নির্দেশনায় ভোর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক।তবে এ সময় সকল ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ থাকলেও সীমিত সংখ্যক ফেরি দিয়ে লাশবাহী ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। এছাড়া এ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। সড়কে বিচ্ছিন্নভাবে দু’একটি অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চোখে পড়েনি।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, সরকারের নির্দেশনায় তারা ফেরি চলাচল বন্ধ রেখেছেন। লাশবাহী বা রোগীবাহী অ্যাম্বুলেন্স এলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে পারাপার করা হচ্ছে। এছাড়া ঘাটে পণ্যবাহী ট্রাক ও কিছু ছোট গাড়ি আছে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com