আমরা যারা এদের বিপক্ষে কথা বলছি তারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন বা পারব জীবনে কোন দিন কোন নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করেন নি বা করিনি । করেছেন – কারন কি জানেন ?
আমার আপনার মেয়ে বোন স্ত্রী খালা নানি মেয়ে যা ই বলেন এদের কে নিয়ে বাড়ির বাইরে বের হয় , লিপস্টিক লাইলন ক্যারোলিন স্নো পাউডার ক্রিম মেখে ডানা কাটা পরির মত সামনে দিয়ে ঘুরাবেন আর আমি ইভটিজিং করব না সেটা কি করে হয় “আমি কি হিজড়া” । তাহলে বন্ধ হবে কি করে ?
ইসলাম যে ১৪ জন পুরুষ ছাড়া কোন পর পুরুষের সামনে যেতে নিষেধ করেছেন । পর্দা ফরজ করা হয়েছে । আজ সমাজে পর্দার বিধান যথাযথ ভাবে মানা হয় না । পর্দা ছাড়া কোন নারী ঘর থেকে বের না হয় তাহলে আস্তে আস্তে এক একটা ঘর হবে জান্নাত সমাজ হবে পরিবর্তন ধর্ষণ হবে বন্ধ । আমরা গ্লাস পরিবর্তন করছি কিন্তু মদ তো করছি না ।
আসলে দোষ কি শুধু পুরুষের তা নয় । প্রত্যক্ষ উৎসাহ যুগায় রুচিহীন সিনেমা নাটক ফেসবুক ইন্টারনেট মানে ভার্চুয়াল জগত এবং নারি নিজেই । দিনদিন চাহিদা বেড়ে যাওয়া মোবাইলের মডেল পরিবর্তন , নতুন ডিজাইনের পোশাক ফেসবুকে বন্ধুর সংখ্যা যাতে লাইক বাড়ে লোভ উপরের উঠার সিঁড়ি এ গুলোই সমাজ ধ্বংসের মুল কারন ।
কথাটা শুনলে খারাপ লাগলেও বাস্তবে ঠিক । নারীর শত্রু তার রুপ তার সজ্জা বিলাস । নিজেকে মোহময়ী করে তোলার সুপ্ত আকাংখাতে নারী নিজেই ডাকে তার বিপদকে ।
বাস্তবে নারী ঘরের বাইরে বেরিয়েছে ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছে তার কমনীয়তাকে । শরীরকে উদ্রগ্র করার বাসনায় মেতে উঠেছে নারীর একাংশ । শরীরের বেশিরভাগ অংশ অনাবৃত রেখে পুরুষ চোখের উস্কানি উপভোগ করছে । এমন অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না । উত্তেজক পোশাকে ঢেকে আধুনিক হবার চেষ্টাও দেখা যায় অনেক নারীর মধ্য ।
নারীর সবচেয়ে বড় অস্ত্র তার শালীনতা । নারীকে নারিত্বের মর্যাদা ও মূল্য বোধ রক্ষা করতে এগিয়ে আসতে হবে । এ যুগে নারীকে শিক্ষা জীবিকা ও সংসারের নানা প্রয়োজনে ঘরের বাইরে একাকিনী চলাফেরা করতে হবে । তাই পোশাকে আচরণে নারীকে অনেক সংযত হতে হবে ।
তা না হলে এই মানসিক রুগি যৌন বিকৃতদের থাবায় যৌবন জীবন তচনচ হয়ে যেতে পারে । আমি ধর্ষকের বিচার চাই কঠোর শাস্তি তাদের প্রাপ্য । তবে সাধু সাবধান । অন্যর দিকে আঙ্গুল তুলার আগে নিজের দিকে তাকাই আমি কতটুকু নারীকে সন্মান করি । শ্রদ্ধার চোখে দেখি নিজে কতটুকু ভাল । সকলকে ইসলামের সঠিক ও সহি বুঝ দান করুন আমিন। 30/09/2020 .
Mia Mohammad Musa, Enamul Hasan and 38 others
5 comments
3 shares
Share