1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সোশাল মিডিয়া : ভুল ধারণা, প্রকৃত সত্য নতুন বছর,নতুন বাংলাদেশ রক্তের বিকল্প শুধুই রক্ত তাই সেবাদানের ক্ষেত্রে রক্তদাতারা সমাজে উজ্জ্বল নক্ষত্র দীর্ঘসূত্রিতা : ধর্মীয় ব্যাখ্যা প্রতিভাবানদের সাফল্যের রহস্য কী? পান্তা-ইলিশ নয়, পান্তাপিয়া দিয়েই আসুন আমরা আয়োজন করি আমাদের বৈশাখী ঢাকা কোয়ালিফাইন লীগে ঢাকা ডায়মন্ডস স্পোর্টিং ক্লাবের বড় জয় কালোজিরা : নবীজী (স) যাকে বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা! নসিবো ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে সতর্ক থাকুন AABAD Khulna University এর অর্থায়নে ও এবং এন এফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ।

নিউমার্কেটে বিক্ষোভকারী অজ্ঞাতপরিচয় তিন হাজার জনের বিরুদ্ধে মামলা

  • সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৮০৩ বার দেখা হয়েছে

করোনা রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধের প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানদার, কর্মচারী ও ব্যবসায়ীদের বিক্ষোভকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটানোর দায়ে ৩ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।রোববার (৪ এপ্রিল) রাতে রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ অজ্ঞাতপরিচয় এসব ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন। সোমবার (৫ এপ্রিল) মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তা গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার (৫ এপ্রিল) থেকে করোনা রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধের প্রতিবাদে রোববার (৪ এপ্রিল) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। বিকেল ৩টায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমন্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‌‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে থাকেন। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার জোর দাবি জানান তারা।

করোনা রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধের প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানদার, কর্মচারী ও ব্যবসায়ীদের বিক্ষোভকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটানোর দায়ে ৩ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।রোববার (৪ এপ্রিল) রাতে রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ অজ্ঞাতপরিচয় এসব ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন। সোমবার (৫ এপ্রিল) মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তা গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন।সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার (৫ এপ্রিল) থেকে করোনা রোধে সাত দিনের সরকারি বিধিনিষেধের প্রতিবাদে রোববার (৪ এপ্রিল) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। বিকেল ৩টায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমন্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‌‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে থাকেন। স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার জোর দাবি জানান তারা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com