1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

নিজের গল্পে নির্মিত নাটকে অভিনয় করবে তানজিন তিশা

  • সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১১২৮ বার দেখা হয়েছে

নিজের গল্পে নির্মিত ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৬৯’ বিশেষ সাতটি পর্বে দেখা যাবে তিশাকে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ধারাবাহিকটিতে কাজের মেয়ে আকলিমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আকলিমাই এই নাটকের কেন্দ্রীয় চরিত্র।

আর এই পর্বগুলো তিশার গল্পে রচনা করেছেন তাসদিক শাহরিয়ার।
তানজিন তিশা বলেন, হাউজ নং ৬৯-এর জন্য হঠাৎ করেই গল্পটা মাথায় এলো। শুরুতে আকলিমা চরিত্রটিতে নিজেকে ফুটিয়ে তুলতে একটু কঠিন ছিল। কিন্তু পরবর্তীতে আকলিমা কেমন করে কথা বলতে পারে, কীভাবে হাঁটতে পারে আরও কী কী করতে পারে সবই নিজের মধ্যে নিতে পেরেছিলাম।

গল্পটার শেষে একটা টুইস্ট আছে।
মাহমুদুর রহমান হিমি জানান, এর আগে তিশা আমার নির্দেশনায় ‘ভুল এই শহরের মধ্যবিত্তদের ছিল’, ‘বাড়ি ফেরা’, ‘ডুডল অব লাভ’-নাটকে অভিনয় করেছিলেন। আকলিমা চরিত্রেও তিশা এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন।  

‘হাউজ নং ৬৯’ ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়।
তিশা অভিনীত পর্বগুলো আগামী ৩১ মার্চ থেকে প্রচার শুরু হবে।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com