দেশে করোনাভাইরাস সংক্রমণ পেছনের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার মুখে সরকারের পক্ষ থেকে ১৮ দফা ‘সুরক্ষা নির্দেশনা’ জারি হয়েছে গত সোমবার। এরপর দুই দিন ধরে আলোচনা চলছে এসব নির্দেশনা কিভাবে কতটা পালন হবে, কার্যকর করার দায়দায়িত্ব কার থাকবে। আগে যেকোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য সবাই মূলত তাকিয়ে ছিল স্বাস্থ্য বিভাগের দিকে। আর দায়িত্ব পালন নিয়ে অন্য মন্ত্রণালয় বা বিভাগগুলোর সঙ্গে ক্ষেত্রবিশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের এক ধরনের ঠেলাঠেলি অবস্থা ছিল। ফলে অনেক ক্ষেত্রেই নির্দেশনাগুলো সঠিক মাত্রায় কার্যকর হয়নি বা আশানুরূপ সাফল্য মেলেনি।
সেদিকে নজর রেখেই এবার নির্দেশনা দেওয়া হয়েছে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যেখানে ১৮ দফা নির্দেশনার মধ্যে ১০টিই কার্যকর করার দায়িত্ব পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরের অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। কমপক্ষে ১০টি মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত থেকে নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে। মন্ত্রণালয়গুলো হচ্ছে জনপ্রশাসন, স্বাস্থ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, সড়ক, নৌপরিবহন, বিমান, শিল্প ও বাণিজ্য এবং ধর্ম মন্ত্রণালয়। আবার কয়েকটি নির্দেশনা কার্যকর করতে হবে সমন্বিতভাবে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই বেশি দায়িত্ব পড়েছে। এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয় যার যার সেক্টরের জন্য প্রযোজ্য নির্দেশনাগুলো কার্যকর করবে।