নীলফামারীতে তিন ম্যাচের ওডিয়াই সিরিজে ২-১ এ সিরিজ জিতেছে ঢাকার কবি নজরুল ক্রিকেট একাডেমী। ঘন কুয়াশার কারণে শেষ ওডিয়ায় ম্যাচ দেরিতে শুরু হয়। কার্টেল ওভারের এ ম্যাচ ৪০ ওভারে নেমে আসে। নীলফামারি টিম টসে জিতে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রন জানায় কবি নজরুল ক্রিকেট একাডেমিকে। দুই ওপেনার ভাল শুরু করলেও পরে নিয়মিত উইকেট হারিয়ে সেটা আর ধরে রাখতে পারেনি। ৩৮ ওভারে ১৬২ রান করে অলআউট হয় কবি নজরুল একাডেমি।
আজিজ দলীয় সর্বোচ্চ ২২ বলে ৩৫* রানে অপরাজিত থাকেন ।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নীলফামারি টিম ভাল শুরু করলেও তাদের চেপে ধরে কবি নজরুল ক্রিকেট একাডেমির বোলাররা। কবি নজরুল ক্রিকেট একাডেমির পেস বোলার মেহেদী হাসান মিঠুন তার গতিময় বলের সাথে ইনসুইং আউট সুইংয়ে পরাস্ত করেন টপ অর্ডার ব্যাটসম্যানদের। মিঠুন ৭ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩টি মহামূল্যবান উইকেট তুলে নেন। অপ স্পিনার মাহতাব ২, ও লেগ স্পিনার রাকিব ২ উইকেট লাভ করেন। এই তিন জনের বোলিং তোপে নীলফামারি টিম ৯৬ রানে অলআউট হয়। সংক্ষিপ্ত স্কোর – কবি নজরুল ক্রিকেট একাডেমি ১৬২/১০, ৩৮ ওভার । নীলফামারি টিম ৯৬/১০, ৩০ ওভার। ফলাফল – কবি নজরুল ক্রিকেট একাডেমি ৬৬ রানে বিজয়ী। ম্যাচসেরার পুরস্কার জিতেন কবি নজরুল ক্রিকেট একাডেমির ডানহাতি পেসার মেহেদী হাসান মিঠুন। সিরিজ সেরা হন কবি নজরুল ক্রিকেট একাডেমির মাহতাব।