শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। এজন্য ২ শতাংশ সুদে ব্যাংক ঋণ দেয়ার দাবি তাদের। একই সাথে ঋণের কিস্তি ৬ মাসের জন্য স্থগিত চেয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে চিঠি দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সহায়তা ছাড়া বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও জানান শিল্প মালিকরা।
বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত এক-দুই সপ্তাহের সমস্যায় আমরা পঙ্গু হয়ে গিয়েছি। জুলাই মাসের বেতনটা অনেকের পক্ষে দেয়া সম্ভব হবে না। তাই আমরা বলেছি, জুলাই মাসের বেতন পরিশোধে ২ শতাংশ সুদে ঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যেন একটি নির্দেশনা দেয়। এই ঋণ যেন একবছর মেয়াদী হয়, আর তা আমরা প্রতি মাসে কিস্তিতে শোধ করবো।
বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, গত কয়েকদিনের শিপমেন্টের ডকুমেন্ট যদি ১০ আগস্টের মধ্যে দিতে না পারি, তাহলে তো ব্যাংক আমাদের পারেসেজের বিল দেবে না। এমন না ব্যাংকে আমাদের টাকা জমা আছে, ঋণ চাচ্ছি। গার্মেন্টস মালিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে, এ রকম তথ্য কেউ দিতে পারবে না।
চলমান অস্থিরতায় কারখানা বন্ধ থাকায় ব্যাহত হয় উৎপাদন কার্যক্রম। ফলে অনেকের পক্ষেই ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ ৬ মাসের জন্য স্থগিতা রাখার দাবি উদ্যোক্তাদের।
আন্দোলন চলাকালে বন্ধ ছিল পণ্য খালাস। ফলে কনটেইনার জট তৈরি হয়েছে। এক মাসের জন্য পোর্ট ড্যামারেজ ফি মওকুফ চায় শিল্প মালিকরা।