1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

প্যারেন্টিং : সন্তানকে ছোট বয়সেই ব্যাড টাচ বোঝাতে হবে

  • সময় মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

প্যারেন্টিং : সন্তানকে ছোট বয়সেই ব্যাড টাচ বোঝাতে হবে

আমার দুই ছেলে এক মেয়ে। যথাক্রমে ১২, আট ও তিন মাস।

আমার প্রশ্ন দুটি। এক, যৌনতা সম্পর্কে শালীনভাবে কীভাবে শিক্ষা দিতে পারি?

দুই, আমার মেয়ের গায়ের রঙ দুই ভাইয়ের চেয়ে কালো, এজন্যে আমার স্ত্রী অত্যন্ত চিন্তিত। প্রথম কয়েকদিন অনেক কান্নাকাটি করেছিল! এক্ষেত্রে কীভাবে স্ত্রীকে বোঝাতে পারব?

গায়ের রঙে কিছু আসে যায় না, গুণটাই সবচেয়ে বড়

আসলে মেয়ের গায়ের রঙ দুই ভাইয়ের চেয়ে কালো এটা কোনো সমস্যা না। মেয়ের রঙ কালো হতেই পারে। ভাইয়ের রঙ সাদা হতে পারে আবার ভাইয়ের রঙ কালো হতে পারে মেয়ের রঙ সাদা হতে পারে।

আসলে সমস্যাটা কিন্তু আপনি ঠিকই বলেছেন যে, আপনার স্ত্রী এবং তাকে পরিষ্কারভাবে বোঝানো যে, রঙে কিছু আসে যায় না গুণটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং মেয়ে যদি গুণী হয় মেয়ের গুণ যদি ডেভেলপ করা যায় তাহলে রঙে কিছু যায় আসে না।

যৌনতা সম্পর্কে বয়স অনুসারে শিক্ষা দিন

আর যৌনতা সম্পর্কে শালীনভাবে শিক্ষা…। আসলে এই শিক্ষাটা বয়স অনুসারে। যে বয়সে যেটুকু বলা সম্ভব বোঝানো সম্ভব এব্যাপারে খুব খোলামেলাই হওয়া উচিৎ কিন্তু আলাদা করে অন্যের সামনে নয়।

যেরকম আমি একটা চিঠি পড়েছিলাম।

সামিনা ক্লাসে বেশ ভালো করছে আলহামদুলিল্লাহ। কোরআন রিডিং পড়তে পারে। এখন নবম পারা শুরু হলো। সে কোরআন আমার কাছেই শিখেছে কিন্তু সময় বাঁচানোর জন্যে শুধু কোরআন রিডিং পড়াতে একজন হুজুর রেখেছিলাম বাসায়।

তিন মাস পর সামিনা কোনোভাবেই হুজুরের সাথে পড়তে চায় না। হুজুর নাকি ওর হাত নিয়ে হাতের গন্ধ শোকে। সাথে সাথে হুজুর বিদায় করে দিলাম।

আসলে সামিনাকে একদম ছোটবেলা থেকে ব্যাড টাচ সম্পর্কে বলেছিলাম বলে সে খুব সচেতন। আর হুজুরের হাসিটাও মেয়ের পছন্দ না। এখন বাধ্য হয়ে আমি পড়াচ্ছি।

ব্যাড টাচ শনাক্ত করা শেখান ছেলেমেয়ে দুজনকেই…

ঐ মেয়েটিকে ছোটবেলাই শেখানো হয়েছে হোয়াট ইজ ব্যাড টাচ? যে ব্যাড টাচটা কী? এবং যদি তাকে শেখানো না হতো, বলা না হতো সে কিন্তু নিজেকে সেফ করতে পারত না।

যেহেতু ছোটবেলায় সে জেনেছে এটা ব্যাড টাচ। অতএব এই ব্যাড টাচটা সে সাথে সাথে শনাক্ত করেছে এবং এসে মাকে বলেছে। এবং এই বাচ্চারা যদি মাকে বা বাবাকে বলার সুযোগ না পায় তাহলেই কিন্তু এরা অপদস্থ হয় এরা পর্যুদস্ত হয়।

অতএব কী ভালো কী খারাপ এটা আপনাকেই শেখাতে হবে, মাকেই বলতে হবে। ছেলে হলে বাবার বলাটা সহজ, কিন্তু সেটা বলতে হবে খুব সুন্দর করে- কোনটা ভালো কোনটা মন্দ।

[প্যারেন্টিং ওয়ার্কশপ, ২৭ মে ২০২৩]

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com