প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫
২২ ও ২৩ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় যুব জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ২০২৫। এতে ছেলে ও মেয়েদের আলাদা ইভেন্টে দলগত ও ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।
ক্রীড়াক্ষেত্রে বর্ণাঢ্য এ আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত এ তারুণ্যের উৎসবের থিম ছিল এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।
ঢাকা বিকেএসপি, দিনাজপুর বিকেএসপি, পটুয়াখালী বিকেএসপি, পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি), কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে আগত জিমন্যাস্টরা অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়।
প্রতিযোগিতায় মোট পদকের সংখ্যা ছিল ৮৪টি। এর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অর্জন করে ৫৩টি পদক। এর মধ্যে রয়েছে ২৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ পদক। এ-ছাড়া পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (পিকেএসপি) হয়ে ৮টি ব্রোঞ্জ এবং ঢাকা টিমের হয়ে ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে কোয়ান্টাম।
ছেলেদের বিভাগে ২০০.৭২ পয়েন্ট পেয়ে সেরা হয় কোয়ান্টাম। এ বিভাগে ১২৮ স্কোর করে প্রথম রানার্স আপ বিকেএসপি এবং ১০৮.৭০ স্কোরে দ্বিতীয় রানার্স আপ পিকেএসপি (পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান)। সেরা জিমন্যাস্ট হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের মংচিং প্রু ত্রিপুরা।
মেয়েদের বিভাগে ৯৪.৮০ স্কোরে চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম। ৮৯.৩৮ স্কোরে প্রথম রানার্স আপ বিকেএসপি এবং ৩৭.৩০ স্কোরে দ্বিতীয় রানার্স আপ দিনাজপুর। এ বিভাগের সেরা জিমন্যাস্ট বিকেএসপির বনফুলি চাকমা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত কাতারের উপ-রাষ্ট্রদূত মো. খালিদ আল মাদিদ। এ সময় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল উপস্থিত ছিলেন।