ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নে ব্রাহ্মণ জাটিগ্রাম যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিন ব্যাপী ঐতিহ্যবাহী ব্রাহ্মণ জাটিগ্রাম প্রাঙ্গণে ওয়াজ মাহফিল হয়।
কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা থেকে আগত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী।
প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা জামে মসজিদের ইমাম ও খতিব মোল্লা আব্দুর রহমান। বিশেষ বক্তা ব্রাহ্মণ জাটিগ্রাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াসিন হায়দার সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেদন শাহ্ হজ্ব কাফেলার চেয়ারম্যান ও RMGBDNEWS24.COM এর সম্পাদক কবির আহমেদ এ সময় তিনি মঞ্চে উঠে সংক্ষিপ্ত ওয়াজ করেন। ওয়াজ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন লিবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনুর রহমান তুহিন।