ভাবমূর্তি উন্নয়ন, ব্যবসা পরিচালন ব্যয় কমানো ও সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি কারখানার সুযোগ-সুবিধা বৃদ্ধি, ব্যবসা থেকে প্রস্থান নীতি প্রণয়ন, পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহি নিশ্চিত, শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, প্রযুক্তি সক্ষমতা বাড়ানো, উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরুর আগে প্রস্তুতি সম্পন্ন করা, শ্রমিককল্যাণ ও স্বচ্ছ–পরিচ্ছন্ন বিজিএমইএ গঠনের মাধ্যমে টেকসই পোশাকশিল্প গড়ার প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণা করেছে ফোরাম। প্যানেলটির পক্ষে নির্বাচনের প্রার্থী ও বিজিএমইএর সভাপতি রুবানা হক ইশতেহার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন, প্রার্থী এম এ রহিম, ফয়সাল সামাদ, আসিফ ইব্রাহিম, মাহমুদ হাসান খান প্রমুখ।