ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সময়
রবিবার, ২১ মার্চ, ২০২১
১১২০
বার দেখা হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরিক্ষত কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন এবং স্বতন্ত্র পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। আগামী ১১ এপ্রিল ভাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।