রাজধানীতে ভারী বর্ষণে সড়কে পানি জমতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ। মঙ্গলবার (১ জুন) ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে।
সরোজমিনে দেখা যায়, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
সকাল ৯টা পর্যন্ত দেশের উনিশ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়। এছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে।