1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিকেডিএল কর্তৃক আয়োজিত হলো নারী ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২০

  • সময় বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ১৩৮৪ বার দেখা হয়েছে

সি কে ডি এল (বিটপী গ্রপ) পরিবার, সব সময় নারীর প্রতি শ্রদ্ধাশীল, প্রতিষ্ঠান এর চাকা সচল রাখছে যে সকল নারী পোশাক কর্মীরা, তারাই এই প্রতিষ্ঠান এর প্রাণ |তাদের পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত সি কে ডি এল এর আজকের এই সফল  পথ চলা |

মহিলা পোশাককর্মীরাই আমাদের প্রেরণার উৎস, যাদের কর্মচঞ্চলতায় মুখোর এই, সি কে ডি এল প্রাঙ্গণ|সেই চিরচেনা প্রাঙ্গণে আজ ব্যাডমিন্টন হাতে নারী পোশাক কর্মীরা| নারীকর্মীদের কাজের পাশাপাশি কিছুটা বিনোদনের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা |প্রতিযোগিতার নাম, বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা ,শুধুমাত্র নারী কর্মীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় শতাধিক নারী পোশাককর্মী|

আন্তঃবিভাগীয় এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন,প্রতিষ্ঠান এর, এইচ আর এডমিন ও কমপ্লায়েন্স বিভাগের জি এম ,মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহমুদ, প্রোডাকশন জি এম ,এ এন এম জাকির মাহমুদ , এইচ আর এডমিন ও ওডি বিভাগের এ জি এম উজ্জ্বল হায়দার, সহ প্রতিষ্ঠান অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ|

প্রতিযোগিতার পুরো সময়জুড়ে চলে টান টান উত্তেজনা|অতিথিরা প্রতিযোগীদের পর্যবেক্ষণ করেন এবং প্রতিযোগীদের পাশে থেকে প্রতিযোগিতাকে আরো প্রাণবন্ত করে তুলেন| অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রতিষ্ঠান এর ম্যানেজিং ডিরেক্টর মিশাল আলি স্যার এর হাত থেকে পুরস্কার গ্রহণ | সর্বশেষ বিজয়ী হন কোয়ালিটি ডিপার্টমেন্ট এর ফারহানা এবং ফিনিশিং ডিপার্টমেন্ট এর রুকাইয়া|

প্রধান অতিথির বক্তব্যে, মিশাল আলি বলেন,উক্ত কর্মসূচি প্রতিষ্ঠান এর কর্মীদের মনস্তাত্ত্বিক সম্পৃক্ততাকে আরো বেশি ত্বরান্বিত করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস|পৃষ্ঠপোষক হিসেবে তিনি আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন|

আব্দুল্লাহ আল মাহমুদ, (এইচ আর এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) তার বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই| খেলাধুলা,কাজের মাঝে দেহ ও মনে প্রশান্তি যোগায়|সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার অভ্যাস যেন কর্মক্ষেত্রও কর্মীদের মাঝে বহাল থাকে সেই জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা|আমাদের কর্মীরা যেমন কাজে পটু, তেমনি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও তারা সমান পারদর্শী ,তাদের এই বিষয়ে উৎসাহ দিতে আমরা আমাদের এই ধরনের প্রতিযোগিতা সামনে আরো বৃদ্ধি করব|

উজ্জ্বল হায়দার এ জি এম (এইচ আর এডমিন এন্ড ওডি),মনে করেন ,সন্তুষ্ট ,অনুপ্রাণিত, নিবেদিত এবং উদ্যমী শ্রমিক কর্মীরাই হচ্ছেন প্রতিষ্ঠান এর প্রাণস্বরূপ ,তাদের ঐকান্তিক প্রচেষ্টায় দিনে দিনে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান এর উন্নয়নের সোপান ,এই ধরনের কার্যক্রমের মাধ্যমে কোন প্রতিষ্ঠান উন্নয়নের শীর্ষে পৌঁছে যেতে সুদুরপ্রসারী ভূমিকা পালন করতে পারে | নিশ্চিত হয় আধুনিক অফিস সংস্কৃতি এবং দূরীভূত হয় কর্মীদের মধ্যে গ্রপিং, দলাদলি,পরনিন্দা,পরচর্চা,অপ-সাংস্কৃতিক কার্যক্রম এর মনোভাব | পারস্পরিক বিশ্বাস মূল্যবোধ শ্রদ্ধাবোধ, সুস্থ সাংস্কৃতিক চর্চা, একটি সুস্থ অফিস সাংস্কৃতি তথা সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করে|

মাসব্যাপী এই অনুষ্ঠানের ‘গ্র্যান্ড ফিনালে’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ০৪-০১-২০২১, রোজ সোমবার|প্রতিযোগিতা বেলা ১.৩০ এ শুরু হয়,উষ্ণ দুপুর গড়িয়ে বিকেল চারটায় প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটে এরপর বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়,প্রতিষ্ঠান এর ম্যানেজিং ডিরেক্টর   মিশাল আলি  প্রতিযোগীদের মাঝে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের  হাতে ট্রফি তুলে দেন

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM