1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

মাতৃভূমি, তোমাকে-

  • সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১০৩৬ বার দেখা হয়েছে
-শেখ শাহাদাৎ হোসেন
………………………………………………………
তোমার থেকে দূরে এসে মনটা কেমন করে
তোমায় ভেবে দু’ চোখ থেকে অশ্রু শুধু ঝরে।
তুমি হলে চিরদিনের আমার মাতৃভূমি
মনটা আমার শান্ত যে হয় তোমার মাটি চুমি।
গভীর অনুরাগে-
বুকের ভেতর তোমার কথা সারাটা ক্ষণ জাগে।
স্বজন বলো, বন্ধু বলো, তাই তো হলে তুমি
উতল হৃদয় শীতল করো আমার মাতৃভূমি ।
বুকের ভেতর দমকা হাওয়া যায় আচানক বয়ে
ফ্যাকাশে হয় মুখটা যেন রক্তক্ষরণ হয়ে ।
তোমার স্মৃতি সারাবেলা থাকে হৃদয় জুড়ে
মন যেতে চায় পাখি হয়ে তোমার কাছে উড়ে।
ভালোবাসার টানে-
বুকের ভেতর অচিন পাখি মেতে ওঠে গানে।
দেশ বিদেশে যেখানে যাই তুমি থাকো সাথে
তোমার কথা ভাবি আমি সকাল দুপুর রাতে।
( শিক্ষা জীবনের শেষবেলায় প্রায় তিন সপ্তাহের জন্য শিক্ষাসফরে ভারতে গিয়ে অনেকগুলো লেখা লিখেছিলাম; এটা তারই একটি।
রচনাকাল – ৩০শে মার্চ’ ১৯৯৭, কদমতলা ঘাট, কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com