1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

মারা গেলেন প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক

  • সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৮৮০ বার দেখা হয়েছে

প্রবীণ ও খ্যাতিমান সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রবার্ট ফিস্ক স্টোকে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দ্য আইরিশ টাইমস গতকাল রোববার জানায়, গত শুক্রবার রবার্ট ফিস্ক তাঁর ডাবলিনের বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ডাবলিনের একটি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে ভর্তির কিছু পরেই তিনি মারা যান।
রবার্ট ফিস্কের জন্ম ১৯৪৬ সালে, যুক্তরাজ্যের মেইডস্টোনে। পরে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করেন।
রবার্ট ফিস্ক বিদেশি সংবাদদাতা হিসেবে সুনাম কুড়ান। মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিবেদনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মধ্যপ্রাচ্য নিয়ে প্রতিবেদনের জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তিনি গত শতকের সত্তরের দশক থেকে মধ্যপ্রাচ্য নিয়ে প্রতিবেদন করে আসছিলেন।
নব্বইয়ের দশকে আল-কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের তিন–তিনবার সাক্ষাৎকার নিয়েছিলেন রবার্ট ফিস্ক।
রবার্ট ফিস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচক ছিলেন। এ ছাড়া তিনি পশ্চিমাদের বিদেশনীতি নিয়েও সমালোচনামুখর ছিলেন।
বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যুদ্ধ কভার করেছেন রবার্ট ফিস্ক। ২০০৫ সালে দ্য নিউইয়র্ক টাইমস রবার্ট ফিস্ককে যুক্তরাজ্যের সম্ভবত সবচেয়ে বিখ্যাত বিদেশি সংবাদদাতা হিসেবে বর্ণনা করে।
রবার্ট ফিস্কের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। তিনি বলেছেন, রবার্ট ফিস্কের মৃত্যুতে সাংবাদিকতার জগৎ মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যতম একজন সেরা ভাষ্যকারকে হারাল।
সামাজিক মাধ্যমে রবার্ট ফিস্কের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বের সাংবাদিকেরা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com